সমালোচনায় সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট ফেরত দিলেন মাস্ক

0
168

সমালোচনার মুখে বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ফেরত দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। শনিবার এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এর আগে ইলন মাস্কের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশের কারণে স্বনামধন্য কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়। টুইটার থেকে বরখাস্ত হওয়া সাংবাদিকদের মধ্যে নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন এবং ভয়েস অব আমেরিকার সাংবাদিকেরাও ছিলেন। কিন্তু বৃহস্পতিবার মাস্ক অভিযোগ করেন, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে তার পরিবারকে ঝুঁকিতে ফেলা হয়েছে।

এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। টুইটারের মালিক ইলন মাস্কের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি তাকে সতর্ক করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এরপর এসব অ্যাকাউন্ট ফেরত দিতে টুইটারে একটি ভোটের আয়োজন করেন মাস্ক। ৫৯ শতাংশ ভোটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নেন। এরপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন মাস্ক। 

সূত্র: সিএনএন