বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের র‌্যালী, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

0
211

পিরোজপুর প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর ও ৫১তম মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে পিরোজপুরে গণঅধিকার পরিষদের র‌্যালী, শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়েরহাট রোড সংলগ্ন দলের জেলা কার্যালয়ের সামনে থেকে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন খেয়াঘাটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পমাল্য অর্পণ করেছে গণঅধিকার পরিষদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে দলের জেলা কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও পিরোজপুর জেলা শাখার আহবায়ক আনিসুর রহমান মুন্না। প্রধান আলোচক ছিলেন সদস্য সচিব মাওঃ কালিমুল্লাহ ইউসুফ। সভাপতিত্ব করেন যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলা আহবায়ক আতিকুল ইসলাম মান্না। ভার্চুয়ালে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নাজমুল ইসলাম সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ নাঈম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল মিয়া, ছাত্র অধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ সাঈদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, গণঅধিকার পরিষদ নাজিরপুর উপজেল আহবায়ক মোঃ আবু নাঈম, ইন্দুরকানী উপজেলা আহবায়ক মোঃ আব্দুল কাদের হাওলাদার, শ্রমিক অধিকার পরিষদ পিরোজপুর জেলা আহবায়ক মোঃ হাসান, সদস্য সচিব মোঃ এমাম হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার যুগ্ন সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল অপু। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।