পিরোজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

0
194

পিরোজপুার প্রতিনিধি : পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় শহরের পুরাতন খেয়া ঘাটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছে পিরোজপুর প্রেসক্লাব ও বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, সাবেক সহ সভাপতি খালিদ আবু, সহ সভাপতি খেলাফত হোসেন খসরু, সহ সভাপতি ইমাম হোসেন মাসুদ, দপ্তর সম্পাদক মো: তামিম সরদার প্রমুখ।

পরে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসক। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড.শ.ম.রেজাউল করিম এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীন, সিনিয়র সাংবাদিক গৌতম রায় চৌধুরী।

পরে সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে পিরোজপুর প্রেসক্লাব।