নিজেদের আসল চরিত্র আড়াল করতে ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশগুলো: ইরান

0
116

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, পশ্চিমা দেশগুলো নিজেদের আসল চরিত্র ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে। এসব দেশ মানবাধিকার লঙ্ঘন করেও নিজেদেরকে মানবাধিকারের রক্ষক হিসেবে জাহির করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো তাদের এই ছলচাতুরী সবাই জেনে গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন- ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ায় প্রতিবাদ ও বিক্ষোভের ঘটনাকে তারা খুবই খারাপ ও শাস্তিযোগ্য বলে মনে করলেও নিশানার শিকার দেশগুলোতে সেই প্রতিবাদ ও বিক্ষোভকে তারা সমর্থন জানাচ্ছে। সেখানে বিক্ষোভ হলে সেটাকে তারা ভালো ও ন্যায্য বলছে।

তিনি বলেন, পাশ্চাত্যের দেশগুলোর নেতারা এর আগে সন্ত্রাসবাদকে ভালো ও মন্দ এই দুই ভাগে ভাগ করেছিলেন। এখন তারা দাঙ্গা ও নৈরাজ্যকেও ভালো-মন্দ এই দুই বাগে বিভক্ত করছে।

কয়েক মাস আগে ইরানে গ্রেপ্তারকৃত একজন কুর্দি নারী অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে সহিংসতা শুরু হয়। শুরু থেকেই পশ্চিমা দেশগুলো এই সহিংসতায় উসকানি দিয়ে এসেছে। এর ফলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। বিপুল পরিমাণ সম্পদ নষ্ট হয়েছে।-পার্সটুডে