৩ পেসার ও ২ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ

0
243

৭ বছর পর বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে ভারত। ২ টেস্ট ও ৩ ওয়ানডে সিরিজের পর্দা উঠছে আজ (রবিবার)। মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।

ইতোমধ্যে ম্যাচটিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের চোটে এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন।

সঙ্গে চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না তাসকিন আহমেদও। একাদশে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। ইয়াসির আলি রাব্বিকেও রাখা হয়নি একাদশে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দিপক চাহার, কুলদিপ সেন, মোহাম্মদ সিরাজ।- ক্রিকফ্রেঞ্জি