সরিষাবাড়ীতে পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত 

0
238

এস এম হাসু স্টাফ রিপোর্টার : সোনালী আশের সোনার দেশ,মুজিববর্ষে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নিভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদন কারী চাষী প্রশিক্ষন ২০২২ ইং চাষীদের দিনব্যাপী প্রশিক্ষন দেয়া হয়েছে।

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা।এতে ট্রেনিং সমন্বয়কারী জামালপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার ,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রতন মিয়া প্রমুখ প্রশিক্ষন প্রদান করেন।

প্রশিক্ষন কর্মসুচী পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার রিফাত হোসেন। অনান্যদের মধ্যে উপজেলা পাট পরির্দশক আওরঙ্গজেব, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর উপস্থিত ছিলেন।