ফরিদপুরে ১৫ টি দেশের প্রতিনিধিদের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন

0
177

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে এশিয়া শেল্টার ফোরাম এর আয়োজনে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলংকা, ভারত সহ এশিয়ার ১৫ টি দেশের জিও এবং এনজিও প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের এই আশ্রায়ন প্রকল্পগুলো ঘুরে দেখেন।

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত আশ্রায়ন প্রকল্পের ঘর গুলো ঘুরে দেখার সময় প্রতিনিধি দলের সদস্যরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেন। বাংলাদেশের এই আশ্রয়ন প্রকল্পগুলো অনুকরনীয়, এশিয়ার অন্যান্য দেশেও এই ধারনার প্রয়োগ সময়োপযোগী বলে মনে করেন প্রতিনিধি দলের সদস্যরা।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আশ্রায়ন প্রকল্প দেশের ভূমিহীন দরিদ্রদের যেমন উপকারে এসেছে, তেমনি বিদেশীদেরও নজর কেড়েছে । এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার ভুমিহীনদের আশ্রয়স্থল হয়েছে বলে তিনি জানান।