হিজলায় চিহ্নিত জলদস্যু তাহের জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ

0
204

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলার মেঘনা নদীর চিহ্নিত জলদস্যু প্রশাসনের উপর হামলাকারী হিজলা গৌরবদী ইউনিয়নের দেবুয়া গ্রামের বেলায়েদ হোসেন ব্যাপারীর পুত্র তাহের বেপারী (পিচ্চি তাহের) কে ২৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের মেঘনা বাজার এলাকা থেকে স্থানীয় জেলেরা আটক করে হিজলা থানা পুলিশকে সংবাদ দিলে তাকে থানা পুলিশ নিয়ে আসে।

জানাযায় তাহের কয়েক বছর যাবত মেঘনা নদীর জেলেদের জিম্মি করে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে আসছে। এমনকি মৎস্য অফিসার কোষ্টগার্ড ও নৌ পুলিশের উপর তাহের ও তার বাহিনী হামলা চালায়। ওই হামলায় কোষ্ট গার্ডের এক সৈনিককে প্রাণ দিতে হয়েছে।
তাহেরের বিরুদ্ধে হিজলা থানায় দুটি মামলা নৌ পুলিশ একটি সহ কয়েকটি মামলা রয়েছে।

থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বলেন হিজলা থানা সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।