জবি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এর স্টান্ডিং কমিটির দায়িত্ব পেলেন অধ্যাপক ড. নূর মোহাম্মদ

0
175

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এর স্টান্ডিং কমিটির নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ।

গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে গত ২০১৩ সনের ১০ সেপ্টেম্বর জবি/প্রশা/সাধারণ-৩২(৫০)/২০০৯/২৭৯৮ সংখ্যক স্মারকমূলে গঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন-এর আবেদনের প্রেক্ষিতে তাঁকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মাদ-কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

এ বিষয়ে মুঠোফোন অধ্যাপক ড নূর মোহাম্মদ জানান, আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কৃতমনা সকল শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে অতীতের অভিজ্ঞতার আলোকে সংগঠনকে আরো গতীশীল করতে চেষ্টা করবো। সবার সহযোগিতা নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।