১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করছে মেটা

0
200

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশন ১১ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। ফেসবুকের পরিচালনা খরচ কমাতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। খবর এনডিটিভির। বুধবার (৯ নভেম্বর) মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে এ ঘোষণা দেন।

তিনি লিখেছেন, মেটার ইতিহাসে আমরা সবচেয়ে কঠিন কিছু পরিবর্তনের কথা আপনাদের জানাতে যাচ্ছি। আমি আমাদের কর্মী ১৩ শতাংশ কমানোর পরিকল্পনা করেছি। এর ফলে আমাদের মেধাবী ১১ হাজারের বেশি কর্মীকে ছেড়ে দিতে হচ্ছে।

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মেটায় ৮৭ হাজারের বেশি কর্মী ছিল উল্লেখ করে জাকারবার্গ বলেন, আমরা প্রতিষ্ঠানটির কলেবর ছোট করতে ও আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে আরও বাড়তি কিছু পদক্ষেপ গ্রহণ করছি। এর মধ্যে রয়েছে ব্যয় সংকোচন ও বছরের প্রথম প্রান্তিকে নতুন কর্মী নিয়োগ বন্ধ রাখার মতো নানা পদক্ষেপ।

সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের মালিকানাধীন টুইটার এবং মাইক্রোসফটসহ অন্যান্য বড় প্রযুক্তি সংস্থাগুলোতেও ব্যাপক ছাঁটাই করা হয়েছে। গত কয়েক প্রান্তিকে ফেসবুকের আয়ও ছিল হতাশাজনক। তাই প্রতিষ্ঠানটিকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হয়েছে।