জবিতে ৪র্থ আবৃত্তি উৎসব ২০২২ অনুষ্ঠিত

0
198

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজনে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশনের সহযোগিতায় বুধবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় মিলনায়তনে ‘উচ্চারণে খুলি মগজের দুয়ার’ স্লোগানকে সামনে রেখে ৪র্থ আবৃত্তি উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মাে. ইমদাদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মো. জহির উদ্দিন, স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক কামরুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক কে. এম. সুজাউদ্দিন।

উল্লেখ্য এবারের আবৃত্তি উৎসবে রয়েছে কবি সম্মাননা, সনদ বিতরণ, স্মারক প্রদান ও আবৃত্তি অনুষ্ঠান। জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত-কে কবি সম্মাননা পুরস্কার দেয়া হয়।