অশ্রুসিক্ত নয়নে পিকে বললেন, ‘এটাই শেষ বিদায় নয়’

0
107

বিদায় বলে দেওয়ায় ন্যু ক্যাম্পে তার শেষটা যে আবেগঘন হতে পারে সেটা অনুমেয়ই ছিল। মাত্র ১০ বছর বয়সে প্রথম বার্সেলোনায় যোগ দেওয়া। তার পর তো কাতালান ক্লাবটির ঐতিহ্যের সঙ্গে মিশে গেছেন। শেষ ম্যাচে তাই আবেগ সামলাতে পারেননি স্প্যানিশ ডিফেন্ডার।

লা লিগায় শনিবার রাতে আলমেরিয়াকে ২-০ গোলে হারিয়ে তাকে বিদায়ী উপহার দিয়েছে বার্সেলোনা। ম্যাচের পর কান্না ঝরা কণ্ঠে পিকে বলেছেন, ‘জীবনে আপনি যখন বড় হতে থাকবেন, এটা বুঝতে পারবেন যে ভালোবাসা অটুট রাখতে অনেক কিছু ছেড়ে দিতে জানতে হয়। আমার মনে হয়েছে সেই জায়গাটা ধরে রাখতে বিদায় বলার এটাই সময়। কারণ আমি এই ক্লাবটাকে অনেক ভালোবাসি।’

তার পরেই পিকে জানালেন, এটাই তার শেষ বিদায় নয়। ভবিষ্যতে অন্য কোনও পদে থেকে হলেও বার্সেলোনায় ফিরবেন, ‘আমি নিশ্চিত ভবিষ্যতে এখানে ফিরে আসবো। তাই এটাই শেষ বিদায় নয়। ক্লাবটা যখন ম্যানইউর জন্য ছেড়েছিলাম, তখন ১৭ বছর বয়স। জন্মের পর এর সদস্য বানান আমার দাদা। জন্ম এখানে, তাই মরতেও চাই এখানে।’

পিকের বিদায়ী ম্যাচে দর্শক উপস্থিত হয়েছিল রেকর্ড সংখ্যক। ৯২ হাজার ৬০৫ জন। যা ২০১৯ সালের এল ক্লাসিকোতে উপস্থিত দর্শক সংখ্যার চেয়েও বেশি! পিকে বার্সা-ভক্তদের কাছে কী ছিলেন, তার প্রমাণও মিলেছে ম্যাচে। বলের প্রতিটি স্পর্শের সময় তার নাম ধরে গলা ফাঁটিয়েছেন। মিলেছে সতীর্থদের ল্যাপ অব অনারও।

এই জয়ে ১৩ ম্যাচ খেলা বার্সা ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। রিয়াল মাদ্রিদ ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে।