৩ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘের শোক

0
138

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অপারেশনে তিন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়। বুধবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এ শোক জানানো হয়। একই সঙ্গে নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের এই শান্তিরক্ষীরা দায়িত্ব পালনকালে ঝুঁকি নিতেও পিছপা হননি। শান্তি প্রতিষ্ঠার জন্য যে নারী ও পুরুষরা তাদের জীবন বাজি রেখেছেন, আমরা আজ এবং সব সময় তাদের পাশে থাকব। আমরা তাদের এই আত্মত্যাগকে সম্মান করে যাব।

বিবৃতিতে আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতা কামনা করে জাতিসংঘ কার্যালয়।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশি শান্তিরক্ষীদের বহনকারী একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

নিহত শান্তিরক্ষীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কাটিঙ্গান গ্রামের জসিম উদ্দিন (৩১), নিলফামারীর ডিমলার দক্ষিণ টিট পাড়ার জাহাঙ্গীর আলম (২৬), সিরাজগঞ্জের বেলকুচির বাড়াক রুয়া গ্রামের শরিফ হোসেন (২৬)।