কল্যাণময়ী

0
443

কল্যাণময়ী

লেখকঃ সুদীপ চন্দ্র হালদার

শরতের শুভ্র আকাশ আজ মেঘাচ্ছন্ন,
ঘন ঘোর বরিষায় সারা দিন স্তব্ধ,
দিনমানের তেজ যেন গোধূলিলগন;
পূজারী নিরিবিলি বসে পূজা মণ্ডপ।

কল্যাণময় মঙ্গলের এ কেমন বার্তা?
বুঝিবার সাধ্য তাহে আছে কি মোর,
জাগ্রত শক্তি যেন তেজোময় অপ্রকট,
ধূয়ে পঙ্ক তবে কি ফুটাইবে পঙ্কজ!!

চির কল্যাণকর তুমি যে জগন্মাতা,
তোমারি আশীর্বাদ বুঝিবার সাধ্য কার,
হীন মোরা, চেতন বোধ নাহিকো;
মহাশক্তির চেতনাতে মোরা যে অবুঝ।

ফুলে ফেঁপে মুটকো যে বলি তারে স্বাস্থ্যবান,
সুস্বাস্থ্যবানকে বলি তুমি চিকনা কেন!!
কল্যান কর তুমি, হে কল্যাণময়ী;
শুদ্ধ ভাবনায় তুমি হে চিন্ময়ী।