পোল্যান্ড যাওয়ার পথে বাংলাদেশিসহ ৭০ অভিবাসী আটক

0
117

পোল্যান্ড যাওয়ার সময় বাংলাদেশিসহ ৭০ জন অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আরাদ বর্ডার পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক বাংলাদেশ, ইথিওপিয়া, সিরিয়া, শ্রীলঙ্কা ও তুরস্কের ৭০ জন অভিবাসন প্রত্যাশী তিনটি ট্রাকে করে রোমানিয়া থেকে পোল্যান্ডে যাচ্ছিল। নাডলাক-২ চেকপয়েন্ট থেকে তাদের আটক করা হয়েছে।
প্রথম ট্রাকটিতে ৩৭ জন শ্রীলঙ্কার অভিবাসন প্রত্যাশী ছিল।

দ্বিতীয় ট্রাকটিতে রেফ্রিজারেটর পরিবহন করা হচ্ছিল। সীমান্তরক্ষীদের পোষা কুকুর সন্দেহজনক বস্তুর উপস্থিতি থাকার সংকেত দিলে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে ২০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এরা সবাই সিরিয়া ও তুরস্কের নাগরিক।

তৃতীয় ট্রাকটিতে ইতালি থেকে আনা অটো যন্ত্রাংশ পরিবহন করা হচ্ছিল। সীমান্ত পুলিশ মালামালের মধ্যে লুকিয়ে থাকা বাংলাদেশ ও ইথিওপিয়া ১৫ জন নাগরিককে উদ্ধার করে। এদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। অবশ্য এদের মধ্যে কত জন বাংলাদেশি রয়েছে তা জানায়নি সীমান্ত পুলিশ।

লন্ডনভিত্তিক বর্ডার সিকিউরিটি রিপোর্ট ম্যাগাজিন বলছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টায় হাঙ্গেরি থেকে আসা ট্রাক থেকে ১৩১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এরমধ্যে বেশিরভাগই বাংলাদেশি।