ছাদখোলা বাসটি ব্যবহৃত হবে পর্যটকদের জন্য

0
125

হিমালয়কন্যা নেপালে ইতিহাস গড়েছেন বাংলার নারী ফুটবলাররা। গর্বিত করেছেন জাতিকে, ভাসিয়েছেন আনন্দে। তাদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আলোচিত সে বাসটি এখন থেকে পর্যটকদের জন্য ব্যবহৃত হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিআরটিসি জানায়, পর্যটকরা বাসটি ব্যবহার করে পদ্মা সেতু, হাতিরঝিল ও পূর্বাচল ঘুরে দেখতে পারবেন। এটির পাশাপাশি আরও একটি ছোদ খোলা বাস প্রস্তুত হচ্ছে। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানেও বাস দুটি ব্যবহার করা হবে।

মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার বলেন, আমরা বাসটি রেখে দিয়েছি। ঢাকায় এটি পর্যটকদের জন্য প্রস্তুত থাকবে। আমরা আরও একটি ছাদখোলা বাস তৈরির বিষয়ে কাজ করছি।

লন্ডন-নিউইয়র্ক শহরের পথে পথে অগনিত ছাদখোলা ট্যুরিস্ট বাস দেখা মেলে। তবে ঢাকা শহরে সাধারণত এমন বাসের দেখা মেলে না।