বান্দরবানে জব্দকৃত বিভিন্ন মাদক দ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস

0
158

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মায়ানমারের রিস কফি মিক্স মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ ১৪সেপ্টেম্বর বুধবার সকালে বান্দরবান আদালত চত্তরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম খাইরুননেছা উপস্থিতিতে এসব মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ১টি মামলার ৮০টি প্যাকেট মায়ানমারের রিস কফি মিক্স যার ওজন ৪৩কেজি ২০০গ্রাম, আইনি প্রক্রিয়া শেষে এসব আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।যার আনুমানিক মূল্য ৭৫হাজার টাকা।

এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক কোর্ট ইন্সপেক্টর মোঃ আব্দুল মজিদ, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত , কনস্টেবল সাদেক, কনস্টেবল আরিফ প্রমুখ।