সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ

0
278

উয়েফা সুপার কাপ ফুটবলে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে পঞ্চমবার এই ট্রফি জিতল আনচেলত্তির শিষ্যরা।। আর এ বছর তাদের এটা চতুর্থ শিরোপা।

বুধবার (১০ আগস্ট) রাতে ফিনল্যান্ডের হেলসিংকিতে জার্মান ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। গোল করেন করিম বেনজেমা ও দাভিদ আলাবা।

জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর তারা ঘরে তোলে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ।

ফিনল্যান্ডের হেলসিংকিতে গতিময় ও আক্রমণাত্বক ফুটবল খেলেছে দুই দলই, শুধু গোলের দেখা পেয়েছে রিয়াল। প্রথমার্ধের ৩৭ মিনিটে ডেভিড আলাবার গোলে এগিয়ে যায় রিয়াল। বেনজেমার পাস ধরে বাঁ দিক দিয়ে এগিয়ে জোরাল কোনাকুনি শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ঝাঁপিয়ে কোনোমতে হাত ছুঁয়ে বল বাইরে পাঠান জার্মান গোলরক্ষক। ওই কর্নার থেকেই এগিয়ে যায় রিয়াল।

টনি ক্রুসের কর্নারে হেড করেন বেনজেমা, বল চলে যাচ্ছিল বাইরে, কোনোমতে লাফিয়ে হেডেই বল গোলমুখে ফেরত পাঠান কাসেমিরো। বল পেয়ে অনায়াসে বাকি কাজ সারেন আলাবা।

দ্বিতীয়ার্থে ফিরেও চাপ ধরে রাখে রিয়াল। ৬৫তম মিনিটে মেলে দ্বিতীয় গোলের দেখা। বাঁ দিক থেকে ভিনিসিউসের পাস ডি-বক্সের মুখে পেয়ে নিচু শট নেন বেনজেমা। ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি। তাতে জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের।

রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বেনজেমার এটা ৩২৪তম গোল। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পেছনে ফেললেন সাবেক তারকা রাউল গনসালেসকে। বেনজেমার ওপরে এখন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো, তার গোল ৪৫০টি।

বাকি সময়ে উল্লেখযোগ্য আর কোনো সুযোগ তৈরি না হলেও আধিপত্য ধরে রেখে জয়ের আনন্দে ভাসে রিয়াল মাদ্রিদ।

আগামী রোববার আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আনচেলত্তির শিষ্যরা।