কালীগঞ্জে বাচ্চাদের মারামারি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ৩

0
209
 নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের বেদে পল্লীতে গতকাল বুধবার আনুমানিক ২ টার সময় বাচ্চাদের মারামারি ঘটনাকে কেন্দ্র করে  কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।উক্ত সংঘর্ষে ৩ জন আহত হয়। এর মধ্যে ২ জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।মারামারির ঘটনা ঝুমুর খাতুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেছেন, কাশিপুর গ্রামের মিঠুন মিয়ার ছেলের সাথে তার ভাতিজার মারামারি লাগে।এতে ক্ষিপ্ত হয়ে কাশিপুর গ্রামের বেদে পল্লীর বাসিন্দা  মৃত জালাল উদ্দিনের ছেলে মিঠুন (২৮),সমর আলী ছেলে আলাম (২৫) ও সুরাব(৩৫) এবং মৃত সামেদ আলীর ছেলে মনি(৪০) ঝুমুরের ভাতিজাকে মারার উদ্দেশ্যে আমাদের বাড়িতে আসে।
ভাইয়ের ছেলেকে বাড়িতে না পেয়ে আমার মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মিঠুনের হাতে থাকা রামদা দিয়ে আমার মায়ের মাথায় সজোরে আঘাত করে । এমতাবস্থায় মাকে বাঁচাতে এগিয়ে এলে আলাম আমার দিকে তেড়ে এসে আমার চুল ধরে ফেলে দেই, আমার কানে থাকা দুল কেড়ে নেই, আমার পরনের কাপড় ছিড়ে দেয় এবং আমাকেও মারধর করে। মনির নির্দেশনায় সুরাবও আমাকে মারতে উদ্যত হয়।এরা রুবেলের ৮ মাসের অন্তঃসত্ত্বা  স্ত্রী নীলা খাতুনকেও মারধর করে ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।এ ঘটনায় মারাত্মক আহত  ২ জন কালিগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  আব্দুর রহিম মোল্ল্যা (ওসি) জানান,কাশিপুরের বেদে সম্প্রদায়ের মারামারির ঘটনায় দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি।ঘটনা তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।