বান্দরবানে বন রক্ষায় ৫০ লক্ষ সীডবল ছিটানো হবে

0
123

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের বি‌ভিন্ন এলাকায় ধ্বংস হয়ে যাওয়া বন ও পরিবেশ পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে গামারী ও শিলকড়ই গাছের ৫০লক্ষ সিডবল ছিটানো হবে।

আজ মঙ্গলবার (২১জুন) সকালে উদ্দীপনের নিজস্ব অর্থায়নে ৫ হাজার সিডবল ছিটিয়ে এর উদ্বোধন করেন উদ্দীপনের আঞ্চলিক ব‍্যবস্থাপক আব্দুল হালিম।

এই বিষয়ে উদ্দীপনের আঞ্চলিক ব‍্যবস্থাপক আব্দুল হালিম বলেন, বান্দরবান জেলায় ৫০ লক্ষা‌ধিক সিডবল ছিটানো হবে। আজ প্রথম দিন জেলা সদরের তম্প্রু পাড়া ও রোয়াংছ‌ড়ির তারাছা ইউনিয়নে ৫হাজার সিডবল ছিটানো হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে এ কার্যক্রম চালানো হবে। এটি বান্দরবানের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করবে। এছাড়াও পাহাড়ের ধংস হয়ে যাওয়া বন আগের অবস্থায় ফি‌রিয়ে আনবে বলেনও তিনি জানান।

এসময় বান্দরবান উদ্দীপনের শাখা ব‍্যবস্থাপক মো. আনিস, ফিল্ড অ‌ফিসার হৃদয় দাশ, মংপ্রু চিংসহ স্থানীয় জনপ্রতি‌নি‌ধি ও উপকারভোগীরা উপ‌স্থিত ছি‌লেন।