ক্যাম্পাস

রাজশাহী কলেজ রোভার স্কাউটের সভাপতি রায়হান,সম্পাদক ইসার

কামরুল হাসান, রাজশাহী: রাজশাহী কলেজ রোভার স্কাউটের চলতি বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রাং। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভূগোল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসার উল্লাহ।

বৃহস্পতিবার (১৬ জুন) রাজশাহী কলেজ রোভার ডেনে কার্যনির্বাহী সভায় সর্বম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় রাজশাহী কলেজ অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি প্রফেসর মোঃ আব্দুল খালেকের উপস্থিতে কলেজ রোভার স্কাউট গ্রুপ সম্পাদক প্রফেসর ড. হাসনা আরা বেগম কমেটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, (ক) ইউনিটের সিনিয়র রোভার মেট শুভাশিষ মৌলিক,(খ) ইউনিটের সিনিয়র রোভার মেট জুয়েল রানা, (গ) ইউনিটের সিনিয়র রোভার মেট শাহানাজ পারভীন, (ঘ) ইউনিটের সিনিয়র রোভার মেট অনিকা আনজুম (এ্যানি)।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ আরএসএল তরিকুল ইসলাম আনসারী,ড. মো:জহিরুল ইসলামসহ সকল স্তরের রোভাররা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button