বান্দরবানে মাদকদ্রব্য মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

0
342

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে মাদকদ্রব্য মামলায় একজন আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বান্দরবান জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত ।

আজ বুধবার ১৫জুন সকালে বান্দরবান জেলার অতিরিক্ত দায়রা জজ মোঃআবু হানিফ এই রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, নুর মোহাম্মদ পিতা-তবারক আলী, মাতা-নাছিমা খাতুন সাং-,এস পি এল নং-৫০০৫৯৯,(প্রধান মাঝি-আঃশুক্কুর, (সাইড মাঝি-মৌলভী হালিম @কালা বোদা), স্থায়ী সাং-বালু খালী-২,এস-১,বি-৪, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পননং-২০ এক্সটেনশন, থানা-উখিয়া,জেলা- কক্সবাজার বাংলাদেশ ।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অনাদায়ে আরও একবছরের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১)ধারার অপরাধে সাজা দেওয়া হয়েছে । বান্দরবান জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী দেবাশীষ দেব নাথ তথ্যটি নিচ্চিত করছেন ।