জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে রাজশাহী কলেজ বিএনসিসি’র র‌্যালি

0
225

কামরুল হাসান, রাজশাহীঃ জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রাজশাহী কলেজ শাখার সদস্যরা। আজ মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ বিএনসিসি আয়োজনে জনসচেতনতামূলক র‌্যালির আয়োজন করে। র‌্যালিটির নেতৃত্ব দেন রাজশাহী কলেজ বিএনসিসি।

র‌্যালীতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, উপাধাক্ষ্য প্রফেসর মোঃ ওয়ালিউর রহমান, বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা রাজশাহী বিভাগের যুগ্ম পরিচালক এসএম আনিসুজ্জামান, উপ-পরিচারক কাজল রেখা, রাজশাহী কলেজ প্লাটুন কমান্ডার আমিনুল ইসলাম, নাজমুল হক, নাসরিন আকতার বানু ও সামরিক প্রশিক্ষকসহ ক্যাডেট সদস্যরা।

জনশুমারি ও গৃহগণনায় জনসচেতনতার উদ্দেশ্যে র‌্যালিটি কলেজের রবীন্দ্র-নজরুল চত্ত্বর থেকে নগরীর জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড় পর্যন্ত গিয়ে গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

এসময় জনশুমারি ও গৃহগণনার গুরুত্ব ও করণীয় বিষয়ে তারা লিপলেড বিতরণ করে।