লালমনিরহাট

কালীগঞ্জে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমনিরহাট প্রতিনিধিঃ যায়যায়দিন পত্রিকা ১৭বছরে পদার্পণে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পত্রিকারটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১২ জুন) বিকাল পাঁচটায় কালীগঞ্জ প্রেসক্লাবে দৈনিক যায়যায় দিন পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুলের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, নুর ইসলাম আহমেদ, চেয়ারম্যান তুষভান্ডার ইউনিয়ন পরিষদ, আমিরুল ইসলাম হেলাল, সভাপতি প্রেসক্লাব কালীগঞ্জ, ডা: আহসান হাবিব বুলু, সহকারী রেজিস্টার (কার্ডিওলজি বিভাগ,রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল), আমন্ত্রীত অতিথি হায়দার আলী বাবু এন টিভি লালমনিরহাট প্রতিনিধি, বদরুল ইসলাম জাদু ৭১ টিভি কালীগঞ্জ প্রতিনিধি, সহিদুল ইসলাম,বাংলাদেশ বুলেটিন কালীগঞ্জ প্রতিনিধি, চাষী জহির রায়হান, সভাপতি হিউম্যান রাইটর্স মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা। কালীগঞ্জ উপজেলা শাখা। নিয়াজ আহমেদ শিপন, ঢাকাপোষ্ট লালমনিরহাট প্রতিনিধি, ওসমান গনি, দৈনিক সবুজ নিশান, হাসমত আলী, তৃতীয় মাত্রা, রাজন প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে আলোচনা সভায় যায়যায়দিন পত্রিকার আগামী দিনগুলোর শুভ কামনা করে কেক কেটে দিনটি পালন করা হয়েছে।।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button