পদ্মা সেতু: থ্রি-হুইলার বন্ধে হাইওয়েতে পুলিশ

0
270

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। আগামী ২৫ জুন এ সেতুর উদ্বোধন করা হবে। তার আগেই হাইওয়েতে থ্রি-হুইলার বন্ধে এবং সড়ক দুর্ঘটনা হ্রাস করতে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (১০ জুন) ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা প্রাণিসম্পদ অফিসের সামনে ভাঙ্গা হাইওয়েতে অভিযান পরিচালনা করেন হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে এক লাখ ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি নয়টি ইজিবাইক, নয়টি মোটরসাইকেল, পাঁচটি নসিমন, একটি সিএনজিচালিত অটোরিকশা ও ২৬টি ভ্যান আটক করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুর রহমান  বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হাইওয়েতে থ্রি-হুইলার বন্ধ করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা হ্রাস করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রথম দিনে অভিযানে নেমে ৪১টি গাড়ি আটক করে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।