চাঁপাইনবাবগঞ্জ র‍্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

0
290

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের নিয়াজ উদ্দিন দারোগার আম বাগানের পশ্চিম পার্শে থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ এক জনকে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতার কৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত সেরাজুল ইসলাম ও মোছাঃ ফেরজান বেগমের ছেলে মোঃ আনিকুল (২৩)।

র‍্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫এর একটি অপারেশন দল ১০ জুন ২০২২ ইং তারিখে বিকেলে ৪টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৫নং নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কমলাকান্তপুর গ্রামের নিয়াজ উদ্দিন দারোগার আম বাগানের পশ্চিম পার্শে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল, ১টি সীমকার্ড এবং ১টি মেমোরী কার্ডসহ আসামী মোঃ আনিকুল (২৩), পিতা-মৃত সেরাজুল ইসলাম, মাতা-মোছাঃ-ফেরজান বেগম, গ্রাম- ছয়ঘরিয়া, ডাকঘর-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে।

তাত্ক্ষণিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।