আবারও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন সালাহ

0
278

আবারও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন মিসরের গর্ব মোহাম্মদ সালাহ। তবে এই স্বীকৃতি অবশ্য উয়েফা বা ব্যালন ডি অর কর্তৃপক্ষের থেকে আসেনি, প্রফেনশনাল ফুটবলারস অ্যাসোসিয়েসন (পিএফএ) এই সম্মাননা দিয়েছে লিভারপুল উইঙ্গারকে।

ইংলিশ প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত মৌসুমের গোল্ডেন বুটও জিতেছেন যৌথভাবে হিউয়েন মিন সংয়ের সঙ্গে। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরো মৌসুমে গোল করেছেন ৩১টি। সালাহ বলেন, ‘এটা জেতা সত্যিই দারুণ। কারণ এটা খেলোয়াড়দের ভোটে হয়েছে। এটা প্রমাণ করে আপনি আসলেই কঠোর পরিশ্রম করেছেন।’

সবসময়ই ট্রফির স্বপ্নে বিভোর থাকেন দাবি করেন এই গতিদানব। সালাহ ছাড়াও এই পুরস্কার আরও জিতেছেন ম্যানচেস্টার সিটির তরুণ তুর্কি ফিল ফোডেন ও লরেন হেম্প। গত বছরও এই সম্মাননা পেয়েছিলেন তারা। মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ রয় হজসন। নারীদের মধ্যে এই পুরস্কার পেয়েছেন চেলসির স্যাম খের ও ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের কোচ হোপ পাওয়েল।