চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ধান মজুদের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা


ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ধান মজুদের দায়ে এক মিল মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা খাদ্য অধিদপ্তর।
সোমবার (৬ জুন) দুপুর থেকে সন্ধ্যা ৬ টা পর্যস্ত জেলা সদরের আতাহার এলাকায় মেসাস সাদিয়া ট্রেডাসে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে অতিরিক্ত ধান বিক্রির নির্দেশ দেয়া হয়।
জেলা খাদ্য নিয়তন্ত্রক কর্মকর্তা মাহমুদুর হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাহিদার তুলনায় অতিরিক্ত ৪০০ মেট্রিক টন ধান অবৈধভাবে মজুদের দায়ে নজরুল ইসলামের মালিকানাধীন মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ব্যবস্হাপনা পরিচালক শাহেদ আলী কে ২ লাখ টাকা জরিমানা এবং আগামী সাত দিনের মধ্যে মজুদকৃত অতিরিক্ত ৪০০ মেট্রিকটন ধান নায্য মূল্যে বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃরুহুল আমিন শরিফ।