জবিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত


রিসাত রহমান, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি ) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এমবিএ (সাপ্তাহিক) প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) সকাল ১১ টায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ক্লাস রুমে নবীন শিক্ষার্থীদের ফুল দেওয়ার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
এসময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়্যারমান অধ্যাপক মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন, অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং অধ্যাপক ড. এ.কে.এম. মনিরুজ্জামান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এমবিএ (ইভেনিং) প্রোগ্রামের প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন সহযোগী অধ্যাপক ড. মোঃ মিরাজ হোসেন। উদ্বোধনী বক্তা হিসেবে অধ্যাপক মো. মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক এবং পড়ালেখার পরিবেশের উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন সেই ক্ষেত্রে ছাত্ররাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। সে জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র- শিক্ষকের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক খুবই গুরত্বপূর্ন। তাহলেই শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত শিক্ষা সম্ভব। তিনি আরো বলেন আমাদের বিভাগের সব শিক্ষকরাই ছাত্রবান্ধব। আমরা অধিকাংশ সময় ছাত্রদের জন্য ব্যয় করি। আমরা সবসময় শিক্ষার্থীদেরকে যোগ্য হিসাবে গড়ে তোলার চেষ্টা করি।
তিনি নবাগত শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে সংগতি রেখে পড়াশোনা চালিয়ে যেতে পরামর্শ দেন এছাড়া ও তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হবার প্রতি গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।