এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ


পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকল্প নিয়ে দেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের (এবিবিএল) প্রধান কার্যালয়ের এভিপি আমিনুল ইসলাম ও সাতক্ষীরা ব্র্যাঞ্চের ম্যানেজারকে গ্রেফতার করার জন্যে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে রাজধানীর গুলশান ও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসিকে) নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেফতারের পর তাদেরকে আগামী ৫ জুন আদালতে হাজির করতে হবে।
রিটকারীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের আদেশের পরও সাতক্ষীরার ব্যবসায়ী সফিউর রহমানকে ঋণ সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্ট প্রদান না করায় মঙ্গলবার (৩১ মে) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়েস আল হারুনী। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।