রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

0
279

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১০ম সিন্ডিকেট সভা ২৬/০৫/২০২২ তারিখ সকাল ১১:০০ টায় রাজশাহীস্থ হোটেল-এক্স এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাক্তার এ,জেড,এম মোস্তাক হোসেন।

সভার শুরুতে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে। এর পর আগত সকল সম্মানিত সিন্ডিকেট সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি অনুমোদন, বিভিন্ন নীতিমালা প্রণয়ন, চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম, সেমিনার আয়োজন, জার্নাল প্রকাশ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়াও অন্যান্য এজেন্ডা সমূহ নিয়ে একটি প্রাণবন্ত আলোচনা হয় এবং সকল বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এর পরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে রামেবির ১০ম সিন্ডিকেট এর আলোচনা সভা শেষ হয়।