রণদা প্রসাদ সাহা অপহরণ দিবসে আলোচনা সভা

0
101

শহিদ দানবীর রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা (আর পি সাহা) অপহরণ দিবসে শনিবার (০৭ মে) দুপুর ২টায় রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ১১টায় আর পি সাহা’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

১৯৭১ সালের ০৭ মে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার কতৃর্ক আর পি সাহা ও তাঁর কনিষ্ঠ পুত্র শহিদ ভবানী প্রসাদ সাহা অপহৃত হন। এরপর তাঁরা কেউ আর ফিরে আসেননি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের সম্মানীত উপাচার্য প্রফেসর ড. মনীন্দ্র কুমার রায়। রণদা প্রসাদ সাহার জীবনি নিয়ে আলোচনা করেন রেজিস্ট্রার জনাব সরকার হীরেন্দ্র চন্দ্র, আইন বিভাগের লেকচারার জনাব নীলাদ্রি পাইক এবং বিশ্বিবিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী অপূর্ব হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ, অফিসার ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।