রণবীর-আলিয়ার সম্পত্তির পরিমাণ কত?


ব্যক্তিজীবনে জাঁকজমকের অন্ত না থাকলেও বিয়েটা বেশ সাদামাটা ভাবেই সেরেছেন রণবীর-আলিয়া। পরিজন-বন্ধুবান্ধবসহ অতিথিদের তালিকায় ছিলেন সবমিলিয়ে ৫০ জন। এতটা সাদামাটা ভাবে বিয়ের অনুষ্ঠান সারলেও নবদম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্যক্তিগত সম্পত্তি কিন্তু মোটেই কম নয়।
মুম্বাইয়ের বান্দ্রার শহরতলিতে কাপুরদের অ্যাপার্টমেন্টে রণবীর-আলিয়ার চার হাত এক হলো। ফলে বেশি কিছুদিন ধরেই অনুরাগীদের কাছে আলোচনায় ছিল ওই অ্যাপার্টমেন্টটি। পালি হিলসের ওই অ্যাপার্টমেন্টের মূল্য কত- তা নিয়েও আগ্রহ ছিলো অনেকের।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ‘বাস্তু’-র অভিজাত ওই অ্যাপার্টমেন্টটি ৩৫ কোটি রুপিতে কেনা হয়েছে। অ্যাপার্টমেন্টের সাজসজ্জায় মাথা খাটিয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। বিয়ের অনুষ্ঠানের মতোই ছিমছাম তার অন্দরসজ্জা। চারপাশে প্যাস্টেল রঙের ছোঁয়া। তাতে আস্ত একটি সিনেমাহল বানিয়ে ফেলেছেন রণবীর। সঙ্গে তার দুটি পোষ্যের জন্য বরাদ্দ রয়েছে বিশাল জায়গা।
সিনেমার বহু চরিত্রের মতো ব্যক্তিজীবনেও নাকি বেশ ক্যাজুয়াল রণবীর। সেই ‘লুক’ বজায় রাখতে একগাদা মানানইসই স্নিকার্সও কিনেছেন। কখনও রণবীরকে দেখা যায় ‘নাইকে এক্স’-এর ফ্যাকাসে সাদা স্নিকার্সে। কখনও আবার ঘুরছেন ওই ব্র্যান্ডেরই ‘এয়ারম্যাক্স-১ অ্যাটমস’ পরে। প্রথমটা কিনতে খরচ হয়েছে প্রায় পৌনে তিন লাখ রুপি। আর পরেরটা প্রায় লাখ রুপি।
স্নিকার্স ছা়ড়া দামি হাতঘড়িও পছন্দ রণবীরের। তার সংগ্রহে রয়েছে অমিতাভ বচ্চনের দেওয়া রিচার্ড মাইল আর এম ০১০-র মতো ঘড়ি। ৫০ লাখ রুপির ওই ঘড়ির যন্ত্রাংশ গ্রেড ৫ টাইটেনিয়ামের মতো হালকা অথচ শক্তিশালী ধাতু দিয়ে তৈরি। এ ছাড়াও রোলেক্স থেকে হাবলট— প্রায় সব নামী ব্র্যান্ডেই মজেছেন রণবীর।
রণবীরের গ্যারেজেও দামি গাড়ির অভাব নেই। ফলে সোয়া দুই কোটি রুপিতে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ-এর ২০১৭ সালের মডেল কিনে ফেলেছেন তিনি। ওই এসইউভি-তে রয়েছে ৩.০ লিটারের ভি৬ ইঞ্জিন। ২৫০ অশ্বশক্তির ওই মডেলটিতে রয়েছে ৬০০ এনএম টর্ক। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২০৯ কিলোমিটার গতি তুলতে সক্ষম এই গাড়ি। আট স্পিডের গিয়ারবক্স ছাড়াও রয়েছে অল হুইল ড্রাইভ (এডব্লিউডি) সিস্টেম। এই গা়ড়িটির ১৬ ধরনের মডেল রয়েছে। তার এক-একটির দাম আড়াই থেকে সাড়ে তিন কোটি রুপি।