ক্যাম্পাস

জবির বরিশাল জেলা ছাত্র কল্যাণের সভাপতি সাইদুল ও সম্পাদক হিমু

রিসাত রহমান, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ শাখার নবনির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম সাঈদ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিমু। বুধবার (৬ এপ্রিল) বরিশাল জেলা ছাত্র কল্যাণের উপদেষ্টামণ্ডলী ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

উক্ত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম আপন, কাজী মোকছেদ, আবু রায়হান, রাকিব শরীফ, মোঃ রায়হান বাহাদুর ও মেহজাবিন মোনা, যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম আলিফ, ফাইজুল আজাদ রুদ্র, কামরুন নেসা লোপা, মোহাম্মদ সিয়াম হোসাইন। এছাড়াও সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন দুর্জয় খাসকেল, মাহমুদুল হাসান ইমন, রাজিব আহমেদ জীবন, নিপা রানী সাহা। দপ্তর সম্পাদক পদে মোঃ রাজিব হোসাইন রাজু ও প্রচার সম্পাদকের দায়িত্বে নাঈম‌ ঊর রহমান।

নব-নির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম সাঈদ বলেন,সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের বরিশাল পরিবার হবে একটি সংঘবদ্ধ পরিবার। এই পরিবারকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বরিশাল ছাত্রকল্যাণ পরিষদ হবে একটি ব্র্যান্ড সংগঠন ইনশাআল্লাহ।

এ বিষয়ে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিমু বলেন, প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যারা এই গুরু দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন। নিজ জেলার ছাত্রছাত্রীদের সব রকম সুযোগ সুবিধা নিশ্চিত করণের লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো। বরিশাল থেকে আগত সকল শিক্ষার্থীদের পাশে থাকার মাধ্যমে আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাব। সবার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করণই আমাদের এক এবং একমাত্র লক্ষ্য৷ পথচলায় সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি।

প্রসঙ্গত আগামী ১৫ দিনের মধ্যে বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button