অর্থনীতি
সূচকের সামান্য উত্থানে লেনদেন বেড়েছে


গতকালের মতো মঙ্গলবারও উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৫ দশমিক ৩০ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৮১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯২৪ কোটি ৫৭ লাখ টাকার। ডিএসইতে মঙ্গলবার ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫০টির এবং ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ৩১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।