দেশজুড়ে

রাজারহাটে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলার সমাপ্তি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা ২০২২ সমাপ্ত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার পরিসমাপ্তি ঘটে।

উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলার শেষ দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

এছাড়া মেলায় অফিস প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশ গ্রহনকারী স্টোলগুলোর মধ্যে ১ম স্থান অধিকারী এলজিইডি,২য় স্থান অধিকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ৩য় স্থান অধিকারী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসকে পুরস্কৃত করা হয়।

এসময় রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু স্বরচিত কবিতা আবৃত্তি করেন। পরে এউপলক্ষে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এসময় রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান,প্রবীন রাজনীতিবীদ ও উমর মজিদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদার,রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button