শান্তির জন্য নেমে আসুন: ইউক্রেন প্রেসিডেন্ট
রাশিয়ার বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘মস্কো বিশ্বের সব মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে।’ বুধবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি এ আহ্বান জানান। খবর আলজাজিরার।
তিনি বলেন, ‘ আমি ২৪ মার্চ থেকে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এই দিনই ইউক্রেনে রুশ হামালার এক মাস হবে।’ ইউক্রেনের রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে প্রায়ই ভিডিওবার্তা দিয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে এবারই তিনি প্রথম বারের মতো ইংরেজিতে বার্তা দেন।
ইউক্রেনকে সমর্থন করার জন্য তিনি বিশ্ববাসীকে রাজপথে নামার আহ্বান জানান। প্রেসিডেন্ট বলেন, ‘অফিস, বাড়ি বা শিক্ষাপ্রতিষ্ঠান— যেখান থেকেই হোক, আপনার অবস্থান দেখান। শান্তির জন্য নেমে আসুন। ইউক্রেনকে সমর্থন করার জন্য, স্বাধীনতাকে সমর্থন করার জন্য রাস্তায় নামুন।’