দেশজুড়ে

কুষ্টিয়ায় পতাকা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: ঐতিহাসিক ২৩মার্চ ১৯৭১ স্বাধীনতার পতাকা উত্তলনের ৫০বছর, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় পতাকা র‍্যালী, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা শাখা অরনী সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত বুধবার ২৩মার্চ ৪টার দিকে শহরের স্বাধীনতা চত্বর থেকে পতাকা র‍্যালী শুরু হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া রোটারী গ্যালারি চত্বরে এসে সকলে মিলিত হয়ে।
১৯৭১ সালের ২৩ মার্চ কুষ্টিয়ায় প্রথম পতাকা উত্তলন করেছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল জলিল। তিনি পুনরায় স্বাধীনতার ৫০ বছর পর এই দিনটিতে আবারো পতাকা উত্তলন করেন।

কুষ্টিয়া রোটারী গ্যালারি পাবলিক লাইব্রেরীর হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আক্তারুজ্জামান মাসুম, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মুর্শেদ আলম মধু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক এ্যাড. লালিম হক, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জহুরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসীন, কুষ্টিয়া আবৃত্তি পরিষদ সভাপতি আলম আরা জুই, কুষ্টিয়া বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ সভাপতি মোফাজ্জেল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া অরনী সাংস্কৃতিক সংসদের সভাপতি সুশান্ত কুমার বিশ্বাস, পরিচালনা করেন অরনী সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক সোহেলী পারভীন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম। বক্তারা মহান মুক্তিযুদ্ধের ও স্বাধীনতা সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button