দেশজুড়ে

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা: একজনের যাবজ্জীবন

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়ার আলম প্রামাণিক (৪৪) কে একই এলাকার ছাত্রলীগ নেতা মো. সংগ্রাম হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামী সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়ার আহাদ বক্সের ছেলে আলম প্রামাণিক (৪৪)। এ ঘটনায় নিহত মো. সংগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৫ জুলাই রাত ১২টা পর্যন্ত সংগ্রাম গ্রামের একটি মুদির দোকানের পাশে কেরাম খেলা দেখছিলেন। পূর্ব শক্রতার জেরে আলম প্রামাণিক তাকে মোবাইল ফোনে সেখানে ডেকে নিয়ে যান।

পরদিন সকালে পার্শ্ববর্তী একটি পাট ক্ষেত থেকে সংগ্রামের লাশ উদ্ধার করে পুলিশ। সংগ্রামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগপত্রে বলা হয়।

এ ঘটনায় নিহতের মা হালিমা খাতুন সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে এ রায় দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button