দেশজুড়ে
কুকুটিয়ায় ৪৪৭ জন পেল টিসিবি’র পণ্য সামগ্রী
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাণিজ্য মন্ত্রণালয় ট্রাকসেল কার্যক্রমের আওতায় ৪৪৭ জন কার্ডধারী পেল টিসিবি’র পণ্য সামগ্রী। মঙ্গলবার সকালে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ হতে ৪৬০ টাকায় ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার করে ভোজ্যতেল ক্রয় করেন টিসিবি’র কার্ডধারী ক্রেতারা।
এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বাবুল হোসেন বাবু, ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ণ অফিসার আবদুল বাকী, ইউপি সচিব পারভেছ দেওয়ান, মেসার্স আলম মুনসুর এন্টারপ্রাইজের কর্ণধার (টিসিবি’র ডিলার) মো. আমিনুল ইসলাম, ইউপি সদস্য মো. তাজুল ইসলাম, আনজাম মাসুদ লিটনসহ অন্যান্য ইউপি সদস্যগণ।