আন্তর্জাতিক

পুতিনের সাথে বৈঠকের প্রয়োজনীয়তার ওপর জোর জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে যে কোন ধরনের বৈঠকের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ইউক্রেনের আঞ্চলিক সংবাদ মাধ্যম সাসপিলনে’র সাথে সোমবার এক সাক্ষাতকারে জেলেনস্কি এ বিষয়ে জোর দেন।

তিনি আরো বলেন, আমি মনে করি যুদ্ধ বন্ধে তাদের কি প্রস্তুতি এ ধরনের বৈঠক ছাড়া তা বুঝা অসম্ভব। জেলেনস্কি এর আগেও যুদ্ধ বন্ধে বৈঠকের ওপর জোর দিয়েছেন। তবে সোমবার তিনি আরো জোরালোভাবে এ বিষয়টি তুলে ধরেন।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ হামলার পর উভয়পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এসব বৈঠক থেকে তেমন কোন ফলাফল পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button