দেশজুড়ে

মেলান্দহে হেরোইনসহ আটক ১

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় হেরোইন কারবারি আলিফ শেক (২৮) নামে একজনকে আটক করেছে। র‌্যাব-১৪ রবিবার ২০ মার্চ চারটার দিকে টনকি বাজার থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০.৫ গ্রাম হেরোইনসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মুল্য লক্ষাধিক টাকা। সূত্রে জানা গেছে, আটককৃত আলিফ শেক বাহেরচর গ্রামের ওমর আলীর ছেলে ।

জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ শেক সে মাদক কারবারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটককৃতকে মেলান্দহ থানায় সোপর্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button