দেশজুড়ে

পুঠিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ, ধর্ষক পালাতক

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধষর্ণের শিকার হয়েছে। সোমবার সকাল সড়ে ৬টায় উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রাগুচ্ছ গ্রামে এ ধষর্ণের ঘটনাটি ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনাও ঘটে।

পুঠিয়া সদর ইউনিয়নের ৭নং কান্দ্রা গুচ্ছগ্রাম ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বদি জানান, গুচ্ছগ্রামের মৃত সৈয়দের ছেলে খলিলুর রহমান সকাল সাড়ে ৬টায় মেয়েটিকে একা পেয়ে ফুসলিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।এসময় ধষর্ণের শিকার মেয়েটির আত্নচিৎকারে আশেপাশে লোকজন ছুটে গিয়ে লম্পট খলিলুরকে(৬০) আটক করে। পরে বিষয়টি জানাজানি হলে খলিলুরের লোকজন এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

এসময় খলিলুরের লোকজনের হামলায় ধষর্ণের শিকার মেয়েটির বাবা ও চাচা আহত হয়। পরে তাদেরকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন।

তিনি জানান, ধর্ষিতার মা বাদি হয়ে থানায় খলিলুরকে আসামী করে মামলা দায়ের করেছে। ধষর্ণের শিকার মেয়েটিকে উদ্ধার করে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এছাড়াও আসামী খলিলুরকে আটকের চেষ্টা চলছে বলে এ কর্মকর্তা জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button