হিলির রাস্তাঘাট সংস্কারনসহ সার্বিক উন্নয়নে হিলি হাকিমপুর নাগরিক কমিটি গঠন


হিলি প্রতিনিধি: দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দরসহ অন্যান্য সড়কগুলো সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমন অবস্থায় সড়ক সংস্কার, বাইপাস সড়ক নির্মান, কবরস্থানের উন্নয়ন, ট্রেন থামানোসহ হিলির সার্বিক উন্নয়নে হিলি হাকিমপুর নাগরিক কমিটি নামে একটি গঠন তৈরি হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর উপজেলা পরিষদের সভাকক্ষে বীরমুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, চাকুরীজীবি, পেশাজীবি, সাংবাদিকসহ হিলিরসর্বস্তরের সুধিজনদের নিয়ে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সর্বসন্মতিক্রমে শামসুল হুদা খানকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবয়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাহামুদুল ইসলাম চৌধুরী, হাসান চৌধুরী মধু, জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, খলিলুর রহমান বাবুল, এনামুল হক খান প্রমুখ।
এসময় সেখানে বীর মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম, তোফাজ্জল হোসেন,বাংলাহিলি কাস্টমস সিআন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ, পরিবহন শ্রমিক নেতা আতাউর রহমান মিলন, আমদানি কারক ব্যবসায়ী বাবলুর রহমান, শেরেগুল ইসলাম, পল্লী চিকিৎসক আনছার আলী, সাবেক প্রধান শিক্ষক রকিব উদ্দিন, হেফাজ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি পেশার অনেকে উপস্থিত ছিলেন।
নতুন কমিটি আগামীকাল সোমবার সকাল ১১টায় হাকিমপুর প্রেস ক্লাবে সংবাদ সন্মেলনের ডাক দিয়েছেন। যেখানে এই কমিটি গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য ঘোষনা করার কথা রয়েছে। সেই সাথে প্রতি বছর হিলি স্থলবন্দর থেকে কয়েকশো কোটি টাকা রাজস্ব পেলেও হিলি স্থলবন্দরের সড়কসহ অন্যান্য সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই এসব সড়ক সংস্কার, যানজট নিরসন, বাইপাস সড়ক নির্মান, হিলি রেলওয়ে স্টেশনে ট্রেন থামাসহ হিলির সার্বিক উন্নয়ন আদায়ের লক্ষ্যে আন্দোলনের রুপরেখা ঘোষনা করবেন বলে এই বৈঠকে জানানো হয়েছে।