দেশজুড়ে
মহান বিজয় দিবস উপলক্ষে হিলিতে নারী উদ্যোক্তাদের আয়োজনে মিলন মেলা অনুষ্ঠিত


হিলি প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিক ও বাঙ্গালী জাতির ৫০ তম মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে নারী উদ্যোক্তাবর্গের আয়োজনে নারী উদ্যোক্ত্য বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলার পরিষদ চত্বরে নারী উদ্যোক্ত্য বিজয় মেলা আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন- উর রশিদ।
এই মেলায় মোট ১৮ টি স্টলে নারী উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরী করা বিভিন্ন পণ্য নিয়ে মেলায় আংশ গ্রহণ করেন।
এসময উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার নির্বহী অফিসার ম্মোহামদ নুর-এ আলন, হাকিমপুর (হিলি) পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্ত, কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আলম শাহিনসহ অনেকে ছিলেন।