শাজজাদপুরে র্যাবের অভিযানে ৩৯৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাব-১২ এর অভিযানে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা’র নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন মনি কমপ্লেক্স মার্কেটের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯৫(তিনশত পঁচানব্বই) পিচ ইয়াবাসহ ০২ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল এবং নগদ এক হাজার সাতশত দশ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-শাহজাদপুর থানার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ফারুক (৪২) ও একই উপজেলার বাদলবাড়ি গ্রামের ময়েন মোল্লার ছেলে মোঃ বাবু মিয়া (৩৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।