দেশজুড়ে

ঈশ্বরদী ও পাবনা থেকে ইজিবাইক চোর চক্রের তিন সদস্য আটক

মামুনুর রহমান,ঈশ্বরদী,পাবনা: ঈশ্বরদী অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোঃ ফিরোজ কবির দিকনির্দেশনায়
ঈশ্বরদী থানা কতৃক ইজিবাইক চোর চক্রের তিন সদস্য কে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ১। রতন (২৭) পিতা- তোরাব আলী সাং- পাকশী বর্তমানে- ভাসমান হিসেবে বিভিন্ন জায়গায় ভাড়া থাকে ২। হজরত আলী (২৮) পিতা- আলতাব হোসেন সাং- মশুরিয়া পাড়া, ঈশ্বরদী বর্তমানে- ভাসমান হিসেবে বিভিন্ন জায়গায় ভাড়া থাকে ৩। সজিব(৩০) পিতা- লিয়াকত আলী সাং- শালগাড়িয়া,পাবনা সদর বাইসাইকেল ও ইজিবাইকের ছদ্মবেশী মেকারকে গতরাতে ঈশ্বরদী ও পাবনা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখিত দুজন সহ চক্রের অন্যান্য সদস্যরা বিভিন্ন এলাকায় ইজিবাইক চুরি করে মেকারের কাছে নিয়ে গেলে সে ইজিবাইকের ব্যাটারি ও বডি আলাদা করে সেগুলো ব্যাটারি ক্রেতা ও ভাংড়ির দোকানে বিক্রি করে এবং অবশিষ্ট লোহার অংশগুলো খুলে খুলে বিভিন্ন নষ্ট হওয়া ইজিবাইকে খুচরা হিসেবে সংযুক্ত করে দিয়ে টাকা নেয়। তাদের কাছ থেকে এসব আলাদা করা অংশ উদ্ধার করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা প্রক্রিয়াধীন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারেরর চেষ্টা অব্যহত আছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button