তিন দিনের রিমান্ডে মেয়র আব্বাস


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বসানোয় আপত্তি তোলা রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত মেয়র আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর আদালত-২ এর বিচারক শংকুর কুমার এ রিমান্ড মঞ্জুর করেন।
মহানগর আদালত পরিদর্শক আবুল হাসেম আলী এই তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আব্বাস আলীর ১০ দিন রিমান্ড আবেদন করা হলে বিচারক তিন দিনের রিমান্ডে পাঠান। এর আগে আব্বাস আলীর জামিন আবেদন করেন তার আইনজীবী।
সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তি করায় মেয়র আব্বাসের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। এ নিয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। গত ৩০ নভেম্বর ঢাকার রাজমনি ঈশা খাঁ আবাসিক হোটেল থেকে আব্বাসকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।