জাতীয়

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিলে পরিবর্তন

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিলে আংশিক পরিবর্তন আনা হয়েছে। এই ধাপের ভোট গ্রহণের তারিখ ঠিক রেখে অন্যান্য দিনক্ষণে পরিবর্তন আনা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে কমিশন সভা শেষে পঞ্চম ধাপের ইউপি ভোটের পুন:তফসিলের কথা জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় ভোটের তারিখ অনুমোদন দেওয়া হয়।

তিনি জানান, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৭ ডিসেম্বরের পরিবর্তে ৯ ডিসেম্বর, বাছাই ৯ ডিসেম্বরের পরিবর্তে ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর করে পুনঃতফসিল করা হয়েছে। ইসি সচিব জানান, ভোটের তারিখ আগের ঘোষিত ৫ জানুয়ারি বহাল রাখা হয়েছে।

গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১০০০ ইউপিতে ভোট হয়। এছাড়া চতুর্থ ধাপে ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button