দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর ভোট বর্জন

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও: কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো ঠাকুরগাঁওয়ে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী উপজেলা ঘুরে দেখা গেছে সামান্য বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় রকমের কোন অপ্রীতিকর তেমন কোন ঘটনা ঘটেনি।

তবে বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নে ভোট বর্জন করেছেন আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী সোহেল রানা।তিনি সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোকলেসুর চৌধুরী ও আওয়ামীগের আরেক বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতিকের আব্দুস সালাম ভোট কেনা-বেচা করেছেন।

তাছাড়া ভোট কেন্দ্র হতে নৌকা প্রতিকের পুলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। এছাড়াও মহিষমারী কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থকদের মারধর করা হয়। এসময় আওয়ামীলীগের দুই সমর্থক আহত হয়েছেন বলে জানাগেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্রোহী দুই প্রার্থী মোকলেসুর চৌধুরী ও আব্দুস সালাম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button